সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধি : সুন্দরগঞ্জে ছুরিকাঘাতে জিয়াউর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ইব্রাহিম আলী (৫০), তাঁর স্ত্রী শামছুন্নাহার বেগম (৪৫) ও ছেলে ছামিউল ইসলাম (২৫)। তাঁরা নিহত জিয়াউরের ভাই, ভাবি ও ভাতিজা। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সেলিম রেজা। নিহত জিয়াউর ইসলাম উপজেলার বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
পুলিশ কর্মকর্তা সেলিম রেজা বলেন, ভোররাতে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।