বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ২ নেতা গ্রেপ্তার

সুন্দরগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ২ নেতা গ্রেপ্তার

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় ছাত্রদল ও যুবদলের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের ৩নং ওয়ার্ডের মরাটারী ও হাসপাতাল মহল্লায় অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক উপজেলা সভাপতি নাহমুদুল হক রাসেল ও যুবনেতা রেজাউল ইসলামকে বাড়ি থেকে গ্রেফতার করে। রাসেল মরাটারী মহল্লার সেকেন্দার আলী এবং রেজাউল হাসপাতাল মহল্লার দবু মিয়ার ছেলে। গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে। এনিয়ে এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৩৪ জন নামীও এবং ৪০ হতে ৫০ জন অজ্ঞতানামা আসামি করে থানায় মামলা করলে তাদের ২ জনসহ মোট ৪ জনকে গ্রেফতার করে। স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়ার জন্য যুবদলের নতুন আহবায়ক কমিটির আহবায়ক আব্দুর রহমানের নেতৃত্বে একটি গ্রুপ পৌর শহরের মহিলা বাজারে অবস্থান করছিল। অপর দিকে পদ বঞ্চিত যুবদলের নেতাকর্মীদের নেতৃত্বে অপর গ্রুপের নেতাকর্মীগণ শহীদ মিনারে ফুল দিতে না গিয়ে মহিলা বাজারে গিয়ে আগে থেকে অবস্থানরত বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপর অর্তকিত হামলা করে। এতে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলকা ইউনিয়ন বিএনপির সভাপতি ছানোয়ার হোসেন বাবু মেম্বর, জেলা বিএনপির সদস্য মাসুম পারভেজ মঞ্জু, ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সভাপতি এফ আই জাহাঙ্গীর মন্ডল, জেলা যুবদলের সদস্য সাজু মিয়া, ছাত্রদলের নেতা নুরনবী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে গিয়েএস আই জাহাঙ্গীর আলম আহত হয়। থানা পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম জানান গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com