সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে দূর্গম চরাঞ্চলে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ২ চোর আটক। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের রাঘোবের চর এলাকার লতিফ মিয়ার গরু চুরি করার সময় লাল মিয়া ও বিপ্লব নামের ২ গরু চোরকে আটক করে গণধোলাই দিয়ে স্থানীয় ইউপি সদস্য শাহ আলমের কাছে হস্তান্তর করে। ইউপি সদস্য শাহ আলম জানান পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে চোর ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য মেডিকেলে ভর্তি করার পরামর্শ দেন। আটক কৃত লাল মিয়া ও বিপ্লবের বাড়ী ফুলছড়ি উপজেলার খোলা বারি গ্রামে বলে জানা গেছে। কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ বদরুজ্জামান মোল্লার সঙ্গে কথা হলে তিনি জানান ধৃত চোরদেরকে পুলিশ হেফাজতে নেয়ার প্রক্রিয়া চলছে।