বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধি: প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় সুন্দরগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল দিনব্যাপী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা (পার্টনার প্রোগ্রাম) কৃষিবিদ অশোক কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সৈয়দা সিফাত জাহান। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ.ন.ম শিবলী সাদিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেক হোসেন, পার্টনার ফিল্ড স্কুলের সদস্য মাহমুদা আক্তার, কৃষক ওহেদুজ্জামান সরকার ও হযরত আলী প্রমূখ।