বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে রোটারি ক্লাব অফ ঢাকা সিটি’র কম্বল বিতরণ। গতকাল শুক্রবার বিকালে উপজেলা রামজীবন ইউনিয়নের রামজীবন উচ্চ বিদ্যালয় মাঠে ইঞ্জিনিয়ার মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাতিল আর এ টিম্বার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢাকার চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন থানা অফিসার ইনচার্জ হাকিম আজাদ, রোটারি ক্লাব অফ ঢাকা সিটির সভাপতি আমিনুল ইসলাম নিরব, টঙ্গী কেমিক্যাল বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, রামজীবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন পেয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সোলায়মান, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন। পরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।