রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ইলিয়াস হত্যায় দায় স্বীকার প্রধান আসামি সুমনসহ গ্রেপ্তার ৫

সুন্দরগঞ্জে ইলিয়াস হত্যায় দায় স্বীকার প্রধান আসামি সুমনসহ গ্রেপ্তার ৫

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জের সর্বান্দ ইউনিয়নের খানা বাড়ি গ্রামের বিএনপি নেতা ইলিয়াস হত্যার দায় স্বাীকার করেছেন প্রধান আসামি সুমন মিয়া। গত শনিবার আদালতে বিচারকের সামনে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। এছাড়া হত্যার সাথে স্বাধীন মিয়া ও হয়রত আলী জড়িত থাকার কথা স্বাীকার করেন। সে মোতাবেক গত শনিবার রাতে পুলিশ স্বাধীন মিয়া ও হযরত আলীকে গ্রেপ্তার করেছেন। এর আগে ইলিয়াস হত্যায় সুমনের পিতা মজিবর মিয়া ও ভাবী স্বপ্না বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। এনিয়ে প্রধান আসামি সুমন সহ পাঁচজনকে গ্রেপ্তার হল।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে গত শুক্রবার দিবাগত রাতে ঢাকার একটি ভারাটেবাসা থেকে প্রধান আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবান বন্দী রেকর্ড করে তাকে জেল হাজতে পাঠানো হয়।
গত ৬জুন রাতে জমি জমানিয়ে বিরোধের জের ধরে প্রতি বেশি সুমন সহ চার জন মিলে পিঠিয়ে গুরুত্বও আহত করে ইলিয়াসকে। পরেদিন চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারাযান ইলিয়াস। তিন দিন পর ৯ জুন ইলিযাসের স্ত্রী লিপি বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করে। মামলায় ১০ জনর নাম সহ ২০-২৫ জন অজ্ঞাতা নামা আসামি উল্লেখ করা হয়।
থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ সেলিম রেজা বলেন, প্রধান আসামির স্বীকার উক্তি মোতাবেক গত শনিবার রাতে স্বাধীন ও হযরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামি বিচারকের নিকট ১৬৪ ধারায় হত্যার দায় স্বাীকার করেছেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com