শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ইউপি নির্বাচনের প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত

সুন্দরগঞ্জে ইউপি নির্বাচনের প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় নড়েচড়ে উঠেছে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা মেম্বার ও মেম্বার প্রার্থীরা। তারা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন। দোয়া প্রার্থনা করছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে । প্রতিটি ইউনিয়নের পাড়া মহল্লায় চায়ের দোকানে এলাকাবাসিকে শুভেচ্ছা, অভিনন্দন ও দোয়া কামনায় পোষ্টার, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। ইতোপূবে নির্বাচন করে বিজয়ী হতে পারেননি যারা এবং নতুন সম্ভাব্য প্রার্থীরা চষে বেড়াচ্ছেন মাঠ-ঘাট, হাট-বাজার ও অলি-গলি। এ উপজেলার ১৫ টি ইউনিয়নের প্রত্যেকটিতে চেয়ারম্যান ও মেম্বর প্রার্থী মিলে কমপক্ষে ২০ জন করে মাঠ চষে বেড়াচ্ছেন। নিজেদের পক্ষে বিভিন্ন রকমের গুনকীর্ত্তন করা ছাড়াও ভোটারদের বিভিন্ন ধরনের আশ্বাস প্রদান করছেন। ভোটারদের নিজের পক্ষে নিতে পুরো ভোটের আগে যেন আরেকটি প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন প্রার্থীরা। ভোটাররা জানান, এক প্রার্থীর চায়ের কাপের চুমুক শেষ হতে না হতেই আরেক প্রার্থী এসে আপ্যায়নের কথা বলছেন। শিশুদের বল কিনে দেয়াসহ পিকনিক পার্টির টাকা দিয়ে নিজের প্রার্থীতা জানান দিয়ে ভোটারদের মন আকৃষ্ট করার চেষ্টা করছেন অনেকেই। ইতোমধ্যেই কয়েকজন চেয়ারম্যান ও মেম্বর প্রার্থী মোটর সাইকেলের শোডাউন দিয়ে তাদের ভোটার এলাকা ঘুরেছেন বলে খবর পাওয়া গেছে। গত ৫/৬ দিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ও গুরুত্বপুর্ণ এলাকা ঘুরে দেখা গেছে, নতুন নতুন প্রার্থীরা ভোটের মাঠ গরম করে ফেলেছেন। বর্তমান চেয়ারম্যান মেম্বারদের ভুলত্রুটি উল্লেখ করে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে জানান দিয়ে আগামী নির্বাচনের কর্মপরিকল্পনা তৈরি করছেন। সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরাও পিছিযে নেই। উপজেলার সোনারায় ইউনিয়নের আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবু নাসের মিরান জানান, এই ইউনিয়নের মানুষ অবহেলিত। তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই ভোটারদের অধিকার প্রতিষ্ঠিত করতে আগামী নির্বাচনে আমাকে প্রার্থী হতে হচ্ছে। ইউনিয়নের ভোটারদের অভিপ্রায়ে প্রার্থী হওয়া। বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টির নেতা জহুরুল ইসলাম বাদশা জানান এবারই নতুন প্রার্থী হব ইনশাআল্লাহ। তাই ভোটারদের বাড়ি-বাড়ি ঘুরে কুশলাদি বিনিময়সহ দোয়া চাচ্ছি। অপর প্রার্থী রেজাউল হক রেজা জানান, গত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে হেরেছি। এবারে আমার সম্ভাবনা বেশি রয়েছে বিজয়ী হওয়ার। তাই ভোটারদের সাথে দেখা-সাক্ষাত করে দোয়া চাচ্ছি।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com