রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে আহত বিএনপি নেতার মৃত্যু

সুন্দরগঞ্জে আহত বিএনপি নেতার মৃত্যু

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় হামলায় গুরুতর আহত ইলিয়াস হোসেন (৪২) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
গত শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইলিয়াস হোসেন উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত আবদুল ব্যাপারীর ছেলে এবং ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইলিয়াস হোসেন তার খামারে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী মোঃ আবদুল জলিল মিয়ার বসতবাড়ির কাছে পৌঁছলে তার ওপর অতর্কিত হামলা চালায় কয়েকজন ব্যক্তি। এতে তিনি গুরুতর আহত হন এবং রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস হোসেনের মৃত্যু হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম বলেন, ইলিয়াস নামের এক ব্যক্তির মারা যাওয়ার বিষয়টি শুনেছি। লাশ রংপুরে আছে। মামলা এখনও হয়নি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com