রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

সুন্দরগঞ্জে অটো চালক হত্যাকারি দুই আসামি গ্রেপ্তার

সুন্দরগঞ্জে অটো চালক হত্যাকারি দুই আসামি গ্রেপ্তার

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে অটো চালক আরিফুল মন্ডলকে হত্যাকারি দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাবাদে হত্যার দায় স্বীকার করেছেন তারা। সেই সাথে অটোর ব্যাটারিও উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত রোববার দিবাগত রাতে উপজেলার বামনডাঙ্গা রেল স্টেশন হতে হত্যার সাথে জড়িত তদন্তেপ্রাপ্ত আসামি মোশারফ হোসেন মুশফিককে গ্রেপ্তার করা হয়। মুশফিক বামনডাঙ্গা মনমথ কালিতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। মুশফিকের তর্থ্যের ভিত্তিত্বে গত সোমবার দিবাগত রাতে বামনডাঙ্গা শিববাড়ি মোড় হতে অপর আসামি শান্ত মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। শান্ত পশ্চিম শিবরাম গ্রামের ছমির উদ্দিনের ছেলে।
মামলা তদন্তকারি কর্মকর্তা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেন বলেন, দুই জনকেই তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছেন। সেই সাথে অটোর ব্যাটারিও উদ্ধার করা হয়েছে।
গত রোববার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চকলিয়ার বিল থেকে অটোচালক আরিফুল মন্ডলের মরদেহ উদ্ধার করে পুলিশ । সেই সঙ্গে একই ইউনিয়নের কাশিমবাজার বাজার নামক স্থান হতে ব্যাটারি বিহীন অবস্থায় অটোটিও উদ্ধার করে। আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুরদীঘি গ্রামের শহিদুল মন্ডলের ছেলে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com