সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলা সাহাপাড়া ইউনিয়নের নয়নসুখ গ্রামে সৎ ছোট ভাই আমিরুল বড় ভাই আব্দুল মমিন প্রধান (৬২) এর অন্ডকোষে লাথি মারায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তিনি মারা যান। নিহত মমিন প্রধান ওই গ্রামের মৃত আলম উদ্দিন প্রধানের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে নিহত আব্দুল মমিন প্রধানের সাথে তার সৎ ভাই আমিরুল ও আনোয়ারুলের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগে স্থানীয়ভাবে চেয়ারম্যান ইউপি সদস্যকে দিয়ে বিষয়টি মিমাংসা করা হয়। কিন্তু আমিরুল ও আনোয়ারুল মিমাংসা না মেনে নিয়ে আবার গতকাল শুক্রবার বিকেলে আব্দুল মমিন প্রধানের সাথে সেই জমি নিয়ে তর্কবিতর্ক করে। এক পর্যায়ে আনোয়ারুলের ছেলে আওলাদ মিয়া নিহত মমিন প্রধানকে একা পেয়ে লাঠি দিয়ে মাথায় জোরে আঘাত করে। এরপর আমিরুল বড় ভাই আব্দুল প্রধানের অন্ডকোষে বেশ কয়েকবার লাথি মারলে মমিন প্রধান গুরুতর আহত হয়। সাথে সাথে এলাকাবাসী ও পরিবারের লোকজন দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তিনি মারা যান।
গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিজান জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।