মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ চাল-ডাল-তেল-সবজিসহ নিত্যপন্যের দাম কমিয়ে শ্রমজীবি-নিম্নআয়ের মানুষদের জন্য আর্মিরেটে রেশন সরবরাহের দাবীতে শনিবার বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পৌর শহীদ মিনার চত্বরে এক জনসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সমন্বয়ক অ্যাডঃ নওশাদুজ্জামান নওশাদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, আমিনুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক আশরাফুল ইসলাম আকাশ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সংগঠক প্রভাষক জাহিদুল হক প্রমুখ। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।