সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম-দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সমাবেশ

সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম-দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম-দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গাইবান্ধার বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলো এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জেলা নেতা মনজুর আলম মিঠু, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, বাসদ জেলা আহবায়ক গোলাম রাব্বানী, সিপিবির জেলা সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক শ্রমিক জনতালীগের জেলা সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা স¤পাদক রেবতী বর্ম্মন, সাম্যবাদী আন্দোলনের জেলা আহবায়ক নওশাদুজ্জামান নওশাদ, আশরাফ আলী, শুকুমার মোদক, এমদাদুল হক মিলন, রাহেলা সিদ্দিকা, কনক রায়, জুয়েল মিয়া, সবুজ মিয়া, তাপস রায় প্রমুখ।
বক্তারা বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে দলিল স¤পাদনে অতিরিক্ত টাকা আদায়, জাল দলিল, টাকার বিনিময়ে ভলিয়ম ও বালাম বই ছিঁড়ে ফেলা, একই পে-অর্ডার দাখিল করে একাধিক দলিল স¤পন্ন করার মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে। অবিলম্বে অনিয়ম-দুর্নীতি বিচার বিভাগীয় তদন্তসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com