শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে ৯৪ বোতল ফেনসিডিলসহ দুই ভাই গ্রেফতার

সাদুল্লাপুরে ৯৪ বোতল ফেনসিডিলসহ দুই ভাই গ্রেফতার

সাদুল্লাপুর প্রতিনিধি ঃ সাদুল্লাপুরে ৯৪ বোতল ফেনসিডিলসহ দু’টি মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব। সেইসঙ্গে মাদক কারবারে জড়িত দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- রংপুর শহরের নিউ জুম্মাপাড়া এলাকার রহম আলী শেখের ছেলে আব্দুল কাইয়ুম (৪৮) ও খোকন শেখ (৪২)। এর আগে গত সোমবার উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের কড়াইপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার ও মাদকদ্রব জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে র‌্যাব-১৩ এর একটি দল অভিযান চালিয়ে সাদুল্লাপুরের শুভ টেলিকম নামক দোকানের সামনে থেকে দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৯৪ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতার দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ক্যাম্পটির মিডিয়া সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com