মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উজেলায় দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। একইসঙ্গে হাসেন আলী (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার দুপরের দিকে উপজেলার ইদিলপুর ইনিয়নের একবারপুরস্থ মহাসড়কে এই অভিযান পরিচালনা করে গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃত হাসেন আলী লালমনিরহাট সদর উপজেলার মঙ্গলহাট ইউনিয়নের কাকেয়া টেপা গ্রামের আবুল কাশেম ও আমবিয়া বেগম দম্পতির ছেলে।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জুয়েল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় হাসেন আলীর কাছে থাকা দুই কেজি শুকনো গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এই মাদক কারবারি হাসেন আলীর বিরুদ্ধে মামলা দিয়ে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়।