সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে হাটের খাস জমি বেহাতঃ উদ্ধার দাবি স্থানীদের

সাদুল্লাপুরে হাটের খাস জমি বেহাতঃ উদ্ধার দাবি স্থানীদের

সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ঐতিহ্যবাহী পঁচার বাজার-হাট এর সরকারি খাস জমি বেহাত হওয়ার অভিযোগ উঠেছে। প্রায় কোটি টাকা মূল্যের এই জমি উদ্ধারে ইউএনও বরাবরে লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন ইউপি সদস্য সাইদার রহমান। এ বিষয়ে গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের পঁচার বাজার-হাট এলাকায় গিয়ে জানা গেছে-অবৈধভাবে সরকারি জমি ভোগদখলের ঘটনা।
এদিকে, লিখিত অভিযোগে উল্লেখ করা হয়-পঁচার বাজার হাটের ৭৮ শতক সরকারি খাস জমি রয়েছে। এরমধ্যে তফসিল অনুযায়ী ১ নম্বর খাস খতিয়ানভূক্ত সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর রাস্তার পশ্চিম পাশে ৩০৭০ নম্বর দাগে ৭০ শতক ও পুর্বপাশে ৩২৩৯ নম্বর দাগে ৮ শতক। যার ৭০ শতক জমিটি জনস্বার্থে ব্যবহার হলেও বাকি ৮ শতক জমি অবৈধভাবে স্থাপনা গড়ে তুলে ভোগদখল করে আসছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। পেশীশক্তি খাটিয়ে হাটের সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে দখলে রাখছেন বলে জানা গেছে। যার মূল্য প্রায় কোটি টাকার উপরে হবে বলে ধারণা করা হচ্ছে। সরকারি খাস জমিতে কোন ব্যক্তি স্থাপনা নির্মাণ করলে সেটি দ-নীয় অপরাধে জেল-জরিমানার বিধান থাকলেও তা প্রয়োগ হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com