বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি: সাদুল্লাপুরে ফাতেমা আক্তার (২২) বিয়ের পর থেকে স্বামী সুজন মিয়ার (২৭) সেবাযত্ন থেকে বঞ্চিত ছিলেন। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ার একপর্যায়ে বিষপানে আত্নহত্যা করেছেন এই নারী। গতকাল সাদুল্লাপুর উপজেলা শহরের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ফাতেমা খাতুন পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার মিয়া ও কবিরন বেওয়া দম্পতির পালিত মেয়ে।
স্বজনরা জানায়, প্রায় দেড় বছর আগে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর (পুর্বপাড়া) গ্রামের তারা মিয়ার ছেলে সুজন মিয়ার সঙ্গে বিয়ে হয়। তখন থেকে স্বামীর অবহেলায় ভুগছিলেন ফাতেমা। এ নিয়ে একাধিকবার সালিস অনুষ্ঠিত হয়। তবে হয়নি কোন সমাধা। এ কারনে অধিকাংশ সময়ে মা কবিরন বেওয়ার বাড়িতে অবস্থান করেন ফাতেমা আক্তার। সেখানে মানসিক যন্ত্রণায় ভুগতে থাকার একপর্যায়ে গতকাল সকালে বাড়ির লোকজনের অজান্তে বিষপান করেন। কিছুক্ষণ পর টের পেয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত্যু ঘোষণা করেন।