মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় একটি যাত্রীবাহী বাসের সিটে দুই মাদক কারবারির হেফাজতে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে দুই কেজি গাঁজা পাওয়া যায়। এরপর ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
গত রোববার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়কের ইদিলপুর ইউনিয়নের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল পৌরসভার দেওয়াল গ্রামের তুফান আলীর ছেলে জুয়েল মিয়া (৩৭) ও একই গ্রামের হাসান আলীর ছেলে আমিনুল ইসলাম (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী এন্টারপ্রাইজ নামের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ বাসের সিটে বসা দুই মাদক কারবারির হেফাজতে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে দুই কেজি গাঁজা পাওয়া যায়।