শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে সৌন্দর্যভরা পাকুরিয়া বিলের পদ্মফুল

সাদুল্লাপুরে সৌন্দর্যভরা পাকুরিয়া বিলের পদ্মফুল

সাদুল্লাপুর থেকে খোরশেদ আলমঃ সাদুল্লাপুর উপজেলার বুজরুক পাকুরিয়া ও পশ্চিম ফুলবাড়ি গ্রামের গা ঘেঁষে বয়ে গেছে পাকুরিয়া বিল। জলাশয় ভরা এ বিলটির মাঝে পানিতে ভেসে রয়েছে প্রকৃতির এক সৌন্দর্যভার পদ্মফুল।
সরেজমিনে দেখা যায়, বিস্তৃর্ণ এলাকা জুড়ে নজর কাড়ছে সবুজ পাতাসহ সাদা রঙের পদ্মফুল। শরতের এই নীল আকাশে যেন এক মনোরম প্রকৃতির দৃশ্য। এসময় বিলধারে দেখা মিললো বেশ কিছু দর্শনার্থীর। তাদের চোখের স্বাদ মিটাতে চারিদিকে ঘুরে ঘুরে দেখছেন পদ্মফুল।
দর্শনার্থী শিমুলী আকতার লিজা ও মেহেদী হাসান বলেন, এক কথায় অনবদ্য। এমন সুন্দর সাদাপদ্ম দেখে চোখ জুড়িয়ে যায়। প্রতিদিন দুপুর গড়িয়ে বিকেলে হলেই অনেকে পদ্মফুল দেখতে ভির জমান বলে তারা জানান।
স্থানীয় কার্তিক চন্দ্র বর্মন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজায় পদ্মফুলের প্রয়োজন হয়। প্রতি বছরে আমার পাকুরিয়া বিল থেকে পদ্মফুল সংগ্রহ করি।
সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, পাকুরিয়া বিলে সারা বছর পানি জমে থাকে। ফলে এ জায়গায় সাদাপদ্ম ভাল জন্মে। প্রতি বছরে বর্ষার পানিতে জন্মে। শরতে গিয়ে ফুল ফোটে।
খালেকুজ্জামান মন্ডল নামের এক চিকিৎসক (ভেষজ) জানান, পদ্ম গোত্রের ভাসমান জলজ উদ্ভিদ এটি। সাদা পদ্ম ওষুধিগুণ সম্পন্ন ফুল। শ্বেত রোগ ভালো করে। হ্নদরোগ ঝুঁকি ও যন্ত্রণা কমায়। ভেষজ গুণ সমৃদ্ধ এই পদ্ম সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করতে আমরা এর যে কা-টি রয়েছে, সেটাকে যদি এনে পুকুরে লাগাই তাহলে এখান থেকে প্রচুর উৎপাদন করা সম্ভব

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com