রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি : গণঅধিকার পরিষদের গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও দলটির জেলা সহ-সভাপতি সুরুজ্জামান সরকারের পক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সাদুল্লাপুর অস্থায়ী কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করেন উপজেলা গণঅধিকার পরিষদের নেতারা। অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দলটির সম্ভাব্য এমপি প্রার্থী সুরুজ্জামান সরকার।
বক্তব্য রাখেন শামছুজ্জামান সিদ্দিকী মামুন, ইয়াছিন প্রধান খোকন, আমিনুর রহমান, মমিনুর রহমান, শাহাদাত হোসেন রাসু, সুমন সরকার, শরিফুল ইসলাম, মাসুদ রানা, মনির হোসেন প্রমুখ।