রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি ঃ সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় গোপন ভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। কিন্তু শুধুমাত্র বনগ্রাম ইউনিয়ন কমিটি গোপনে গঠন করার পায়তারা করে আসছে মর্মে অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বনগ্রাম ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মী।
গত বুধবার বিকেলে সাদুল্লাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউজ্জামান শাফি তার লিখিত বক্তব্য বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাউন্সিলের (ভোট) মাধ্যমে কমিটি সম্পন্ন করা হলেও জেলা ও উপজেলা বিএনপির কতিপয় নেতা তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য বনগ্রাম ইউনিয়নে কোন ওয়ার্ড কমিটি গঠন না করে ইউনিয়ন কমিটি গঠনের পায়তারা করে আসছে। এতে করে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এ ইউনিয়নের অধিকাংশ নেতাকর্মী।
এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সুলতান সরকার, শাহ আলম মিয়া, রানা মিয়া, আবু হোসেন মন্ডল ও রেজাউল করিম রাজু প্রমুখ।