শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের (জামায়াতে ইসলামির সংযুক্ত) সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের (৫৭) বাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তার দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আগুনে আহত হয়েছেন জাহাঙ্গীর আলম নিজেও। এ ঘটনায় ক্ষুব্ধ পরিবার ও স্বজনরা বিচার চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। গতকাল সোমবার জামালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে জাহাঙ্গীর আলমের বাড়ির উঠানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্থানীয় জামায়াতে ইসলামির নেতারা, পরিবার সদস্যরা এবং এলাকাবাসী। লিখিত বক্তব্যে ইমরান মিয়া অভিযোগ করে বলেন,পাতিল্যাকুড়া গ্রামের যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, জামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও হোসেন আলী ফকিরসহ কয়েকজন দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক শত্রুতা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শহিদুল ইসলাম গংরা পেট্রোল ঢেলে আমাদের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। পুড়ে যায় ঘরের আসবাবপত্র, গৃহপালিত গরু, নগদ অর্থসহ প্রায় ১৩ লক্ষাধিক টাকার সম্পদ। আগুনে দগ্ধ হন জাহাঙ্গীর আলম, যাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত ঘটনার তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন,অগ্নিসংযোগের অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।