মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলার বৈষ্ণবদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাত আলীর বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ ওঠেছে। এই শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরের দিকে বিদ্যালয়টির সামনে রাস্তায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় অভিযুক্ত শিক্ষক জামাত আলীর অপসারণ চেয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিরা বক্তব্য দিয়েছেন।
এই মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিদ্যালয়টির প্রধান শিক্ষক রুহুল আমিন গোলাপ, সহকারী শিক্ষক খাইরুল ইসলাম, আব্দুল হালিম, ফারুক মিয়া, নজরুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী নাজমুল হাসান নিরব, শাহাফুল ইসলাম স্বপন, মাইদুল ইসলাম প্রমুখ।