বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুর উপজেলার আরিফ মিয়া (১৬) নামের এক স্কুলছাত্র ঢাকায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করে লেখাপড়া করতো। এরই মধ্যে খিলগাঁও এলাকায় রাস্তা পার হতেই একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মিয়া মারা গেছে।
গতকাল শনিবার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে, ঢাকা থেকে গত শুক্রবার অ্যাম্বুলেন্সে করে আরিফ মিয়ার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।
নিহত আরিফ মহিষবান্দি গ্রামের আব্দুল মালেকের ছেলে। আরিফ ঢাকার গোড়ান এলাকার রিডিং আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। বাবা-মায়ের সঙ্গে খিলগাঁওয়ের ভাড়া বাসায় থাকতো আরিফ মিয়া।
এর আগে, গত ৩০ নভেম্বর সকালে খিলগাঁওয়ের তিলপাপাড়া মসজিদের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার আরিফকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হলে ওইদিনই তার অস্ত্রোপচার সম্পন্ন করেন চিকিৎসকরা। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার রাতে আরিফের মৃত্যু হয়।
আরিফের বাবা আব্দুল মালেক বলেন, রাস্তায় হেঁটে যাওয়ার সময় খয়েরি রঙের প্রাইভেট কারটি আরিফকে পেছন থেকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। ঢাকা মেট্রো-ঘ ২১-১৭৪৫ নম্বরের প্রাইভেটকারটি পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুন নাহার মান্নুর।