রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

সাদুল্লাপুরে লাশ হয়ে ফিরলেন এনজিও ম্যানেজার

সাদুল্লাপুরে লাশ হয়ে ফিরলেন এনজিও ম্যানেজার

সাদুল্লাপুর প্রতিনিধিঃ কর্মস্থলে যাওয়ার সময় কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সাদুল্লাপুরে নুর আলম শেখ (৩০) নামের এক এনজিওর ম্যানেজার নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের কন্দর্প মনোহরপুর (উত্তরপাড়া) গ্রামের বাড়িতে তার মরদেহ পৌঁছাছে। এ সময় শোকের মাতম শুরু হয় পুরো এলাকায়।
স্বজনরা জানায়, নুর আলম শেখ কুমিল্লা জেলায় ‘বিজ’ নামের একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার পদে চাকরি করছিলেন। এরই ধারাবাহিকতায় গত রোববার দাউদকান্দি এলাকায় মাঠ পরিদর্শনে যান। সেখান থেকে মোটরসাইকেল যোগে অফিসে ফেরার পথে একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। তখন অন্য একটি চলন্ত পিকআপ ভ্যানের চাপায় ঘটনা স্থলে নুর আলম শেখের মৃত্যু হয়। এরপর গতকাল সোমবার তার মরদেহ সাদুল্লাপুরের গ্রামের বাড়িতে আনা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com