বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

সাদুল্লাপুরে যৌতুকের দায়ে গৃহবধূকে হত্যার চেষ্টা

সাদুল্লাপুরে যৌতুকের দায়ে গৃহবধূকে হত্যার চেষ্টা

সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় লিমা খাতুন (২৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে তার স্বামী। আহত লিমা খাতুন গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়।
মামলার বিবরণে প্রকাশ, সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামত বাগচি গ্রামের আব্দুল মান্নান আকন্দের মেয়ে লিমা খাতুনের সঙ্গে কেশালীডাঙ্গা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক মিয়ার বিয়ে হয়। প্রায় ৯ বছর আগে এ বিয়ের দাম্পত্য জীবনে জন্ম নেয় ২ সন্তান। এরই মধ্যে স্বামী আব্দুর রাজ্জাক মিয়া বিভিন্ন সময়ে লিমা খাতুনের কাছে মোটা অংকের যৌতুক দাবি করছিলেন। এ দাবি পুরণ করতে না পারায় লিমার উপর নেমে আসে শারীরিক ও অমানসিক নির্যাতন। অব্যাহত এ নির্যাতন নিরবে সহ্য করে ঘর সংসার চলাকালে গত ১৭ জানুয়ারি দুপুরের দিকে মধ্য হাটবামুনি গ্রামের রুবেল মিয়া ও তার স্ত্রী নুরহাজান বেগমের শলাপরামর্শে আব্দুর রাজ্জাক মিয়া আবারও লিমা খাতুনের কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। এতে অপরাগতা জানালে রাজ্জাক মিয়া উত্তেজিত হয়ে লিমা খাতুনকে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে পিটিয়ে জখম করতে থাকে। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে লিমাকে প্রাণে রক্ষা করে। এরপর আহত লিমার শারীরিক অবস্থার অবনতির খরব পেয়ে বাবার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গত ১৯ জানুয়ারি গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে এ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে লিমা খাতুন। এ ঘটনায় গত ২১ জানুয়ারি লিমার বাবা আব্দুল মান্নান আকন্দ বাদি হয়ে সাদুল্লাপুর থানা একটি মামলা দায়ের করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com