শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে মাদকসহ মহিলা দল নেত্রী গ্রেফতার

সাদুল্লাপুরে মাদকসহ মহিলা দল নেত্রী গ্রেফতার

সাদুল্লাপুর প্রতিনিধি ঃ সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদীকা শাহনাজ বেগম (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল শুক্রবার সকালে শাহনাজ বেগমকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানায়, শাহনাজ বেগম বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের প্রভাব খাটিয়ে অবৈধভাবে মাদক ব্যবসা করে আসছিলেন। এরই মধ্যে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে শাহনাজকে ইয়বাসহ গ্রেফতার করেছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ি থেকে ১৮ পিস ইয়াবাসহ শাহনাজকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com