মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে মাটির নিচে মিলল পিস্তল-গুলি

সাদুল্লাপুরে মাটির নিচে মিলল পিস্তল-গুলি

সাদুল্লাপুর প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে। নানা অঘটনের পর এবার মাটির নিচ থেকে একটি পিস্তসহ ৪ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। এর মধ্যে ২ রাউন্ড গুলির খোসা ছিল। গতকাল দুপুর ১ টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারী গেটের একটি ঘরের পেছনে মাটির নিচ থেকে ওইসব গুলি ও পিস্তল জব্দ করা হয়।
জানা গেছে, গোলাপ প্রামানিক নামের এক যুবকের বিরুদ্ধে গত ১৪ আগস্ট সাদুল্লাপুর থানায় মামলা হয়। গতকাল এই আসামি গাইবান্ধা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে জামিন না মঞ্জুর হয়। তখন কোর্ট হাজতে থাকাকালে কোর্ট পুলিশ পরিদর্শকের সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির সঙ্গে কথা বলেন। তার দেওয়া তথ্যমতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সবুর অভিযান চালিয়ে বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারী গেটের একটি ঘরের পিছনে মাটির নিচ থেকে দুই রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড খোসা গুলি ও একটি পিস্তল জব্দ করা হয়। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, গুলি ও পিস্তল জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com