মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে বেড়েই চলেছে অপরাধ কর্মকাণ্ড ঃ উৎকণ্ঠায় স্থানীয়রা

সাদুল্লাপুরে বেড়েই চলেছে অপরাধ কর্মকাণ্ড ঃ উৎকণ্ঠায় স্থানীয়রা

সাদুল্লাপুর প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বেড়েছে চাঁদাবাজি, ধর্ষণ, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। এই অপরাধ দমনে নিষ্ক্রিয় ভূমিকার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সাদুল্লাপুর শহরে অর্ধকোটি টাকা চাঁদা সংক্রান্ত বিষয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তিনজনকে আটক করেছে। এছাড়া ধাপেরহাটের আজগর আলী কলেজের সামনে রাস্তায় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। একই স্থানে মুন্না মিয়া নামের এক যুবকের মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। খোর্দ্দকোমরপুরে নাপিতের বাজারে বাকি না দেওয়ায় ওয়াসিম মিয়া (৪৫) ও মর্জিনা বেগমকে (৩৫) নামের দু’জনকে পিস্তল দিয়ে গুলি করেছে গোলাপ মিয়া (৩০) নামের এক যুবক। চাঁদা দাবি করায় ধাপেরহাটে এক হিজড়াকে গণধোলাই দিয়ে বিবস্ত্র করা হয়। ইদিলপুরে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে ভুক্তভোগীরা মানববন্ধন করেন। সেইসঙ্গে জাল ডলার পার্টিও সক্রিয় হয়ে উঠেছে। কেউ কেউ রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে বিভিন্ন বিষয়ে প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। জয়েনপুর গ্রামের এক কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা এবং তা গর্ভপাত ঘটানো হয়েছে। আর অবাধে চলছে জুয়া ও মাদকের রমরমা ব্যবসা। এভাবে অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে সাদুল্লাপুর উপজেলায়। সচেতন ব্যক্তিরা বলছেন, এ পরিস্থিতিতে রাত এমনকি দিনের বেলায়ও ঘটছে নানা ধরনের অপকর্ম। এতে করে জনজীবনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ সাদুল্লাপুর শহরে একাধিক চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা।
এছাড়াও ভুক্তভোগীরা বলছেন, রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন অফিসগুলোতে দালালি-তদবীর কার্যকলাপ ক্রমাগতভাবে বেড়েছে। এতে নিরীহ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। সেইসঙ্গে নদী ও কৃষি জমি থেকে বালু বাণিজ্য এবং প্রতারণা চক্র সক্রিয় হয়েছে। একই অবস্থা মাদকেও। ইতোমধ্যে বেশ কিছু অপকর্মের দৃশ্যের কয়েকটি ভিডিও ক্লিপ ও টেক্সট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ নিয়ে যান না। ফলে শুধু মামলার পরিসংখ্যান দিয়ে অপরাধের প্রকৃত চিত্র উঠে আসছে না। ইদানিং দিন-রাতে নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুশ্চিন্তায় ভুগছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
সচেতন ব্যক্তিরা বলছেন, গত এক বছর আগে সাদুল্লাপুর উপজেলায় অপরাধমূলকাণ্ড ছিল অনেকাংশ কম। এরপর থেকে নানা অপকর্ম বেড়েই চলেছে।
ভুক্তভোগী তাজুল মিয়া ও মুন্না মিয়াসহ আরও অনেকে জানান, তাদের কারও কারও মোটরসাইকেল ডাকাতি আবার কারও অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ নিয়ে ক্ষুব্ধ ও উদ্বেগ প্রকাশ করেন তারা।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, এ থানাধীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেইসঙ্গে বিচ্ছিন্ন কিছু চুরি-ছিনতাই ঠেকাতে পুলিশ তৎপর আছে। এই অপকর্মে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com