বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে বৃষ্টিতে ভিজে বিএনপির সমাবেশ

সাদুল্লাপুরে বৃষ্টিতে ভিজে বিএনপির সমাবেশ

সাদুল্লাপুর প্রতিনিধি: সাদুল্লাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি চলাবস্থায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। তবুও সমাবেশস্থল ছাড়েনি নেতাকর্মীরা। এ বৃষ্টিতে ভিজেই সমাবেশে ব্যানার মাথায় দিয়ে নেতারা প্রতিবাদী বক্তব্য দিয়েছেন। আর বারান্দায় দাঁড়িয়ে কর্মীরা এই সমাবেশে অবস্থান করেন।
গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে একটি বিক্ষোভ মিছিল সাদুল্লাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। একইসঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। তবুও চলছিল নেতার বক্তব্য।
সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ¦ায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহ্বায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, আনোয়ারুল ইসলাম, যুবদল নেতা আনোয়ার হোসেন রাখুসহ অনেকে।
সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও প্রকাশ্যে মসজিদসহ রাস্তায় মানুষ হত্যা এবং বিএনপির শীর্ষ নেতাদের ঘিরে অশালীন মন্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com