শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

সাদুল্লাপুরে বিয়ের ১৪ দিন পর বজ্রপাতে যুবক নিহত

সাদুল্লাপুরে বিয়ের ১৪ দিন পর বজ্রপাতে যুবক নিহত

সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় বিয়ের ১৪ দিন পর বজ্রপাতে রুম্মান মিয়া লিমন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকার কৃষি মাঠে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু রুম্মান মিয়া লিমন তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের হবিবর রহমান ও মমতা বেগম দম্পতির ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার সাহিত্য বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, গত ১৪দিন আগে রুম্মান মিয়া লিমন বিয়ে করেন। সেই নববধূ রেখে মঙ্গলবার সকালের দিকে তার বাবা-মায়ের সঙ্গে জমিতে বরবটি ফসল সংগ্রহ করতে যায়। এরই মধ্যে মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টি শুরু হলে মাঠের একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেয়। সেখানে বজ্রাপাতে রুম্মান মিয়া লিমনের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান। তিনি বলেন, নতুন বধূ রেখে রুম্মান মিয়া লিমনের মৃত্যু খুবই হৃদয় বিদারক।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com