শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় আকলিমা বেগম (৪০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। গত বুধবার সন্ধ্যার দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আকলিমা বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় (টেংনার ভিটা) গ্রামের আাইয়ুব আলীর স্ত্রী ও আবুল হোসেনের মেয়ে।
স্বজনরা জানান, আকলিমা বেগম দীর্ঘ দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এরই একপর্যায়ে গতকাল বুধবার বিকেলের দিকে বাড়ির লোকজনের অগোচরে বিষপান করেন। কিছুক্ষণ পর টের পেয়ে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ বিষয়ে দামোদরপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ বলেন, আকলিমা বেগম বিষপানে আত্মহত্যা করেছে বলে লোকমুখে শুনেছি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আকলিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।