রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বাস্তবায়নের লক্ষ্যে সাদুল্লাপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী গ্রামে এ কর্মসূচির আয়োজন করে সাদুল্লাপুর উপজেলা বিএনপি। এসময় উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থাপন করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। তিনি বলেন- বিগত ২০২০ সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছেন। রাষ্ট্রের মালিকানা জনগণের মাঝে ফিরে দেওয়ার জন্য দীর্ঘ ১৭ বছর জীবনবাজী রেখে লড়াই করছি। বিএনপি একটি আস্থার দল ভালোবাসার দল এবং মানুষের সংকট কালীন দল।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুস ছালাম মিয়ার সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম, যুবদলের সভাপতি মাহিদুল ইসলাম মিঠু, কৃষক দলের সভাপতি শফিয়াজ্জামান, ছাত্রদলের সভাপতি পারভেজ সরকার প্রমুখ।