মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

সাদুল্লাপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

সাদুল্লাপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ গতকাল শুক্রবার বিকেলে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর হাই স্কুল মাঠে খোদ্দকোমরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ হারুন বিএসসির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুস সালাম মিয়া, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোস্তফা সারোয়ার, সামিয়ুর রহমান, সামিউল ইসলাম, কামাল প্রধান, মাসুদ কবীর, সোহেল মিয়া প্রমুখ।
এসময় প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক তার বক্তব্যে বলেন আওয়ামীলীগ দীর্ঘ পনের বছর মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, জুলুম নির্যাতন করেছিল, তারা হাজার হাজার মানুষকে গুম খুন হত্যা করেছে। তারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। এসময় প্রধান অতিথি দলমত নির্বিশেষে অবহেলিত সাদুল্লাপুরের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com