সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার মকবুল হোসেন নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একইসঙ্গে তার স্ত্রী আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। অবৈধভাবে জমি দখলের চেষ্টায় প্রতিপক্ষ আলাল আকন্দরা এই তান্ডপ চালিয়েছে বলে ভুক্তভোগিদের অভিযোগ। সম্প্রতি এই ঘটনাটি উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে ঘটে। এ নিয়ে হামলাকারীদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মকবুল হোসেনের পরিবারটি।
স্থানীয়রা জানায়, এনায়েতপুর গ্রামের মৃত ছাব্বাত আলীর ছেলে আলহাজ্ব মোঃ মকবুল হোসেন ৪৯২/২২নং দলিল মূলে এনায়েতপুর মৌজাস্থ জমি ক্রয় করেন। এরপর এ জমিতে বসতবাড়ি ও কোচিং সেন্টার স্থাপন করে ভোগদখল করে আসছেন। এরই মধ্যে এনায়েতপুর গ্রামের মৃত ওসমান উদ্দিনের ছেলে আলাল আকন্দরা ওই জমিটি অহেতুক দাবি করে আসছিলেন। এ বিষয়ে এলাকায় একাধিকবার সালিস অনুষ্ঠান হলেও আলাল আকন্দরা তা মেনে নেয়নি। এরই ধারবাহিকতায় গত ২২ সেপ্টেম্বর সকালের দিকে আলাল আকন্দ একদল লোক নিয়ে মকবুল হোসেনের ওই বাড়িতে হামলা করে। এসময় ঘরসহ আসবাপত্র ভাংচুর করা হয়। এতে বাঁধা দিতে গিয়ে আনোয়ারা বেগমকে পিটিয়ে রক্তাক্ত যখম করেছে হামলাকারীরা।