বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

সাদুল্লাপুরে বঙ্গমাতার জন্মদিনে দুস্থ নারীরা পেল সেলাই মেশিন

সাদুল্লাপুরে বঙ্গমাতার জন্মদিনে দুস্থ নারীরা পেল সেলাই মেশিন

সাদুল্লাপুর প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী সাদুল্লাপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এইদিনটি উপলক্ষে ৭ জন অসহায় দুস্থ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন ও নগদ টাকা দেওয়া হয়।
গতকাল উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা শেষে ওইসব নারীদের সেলাই মেশিন তুলে দেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে এ অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, প্রভাষক হোসনে আরা মুন্সি, শিক্ষার্থী মানসুরা আক্তার প্রমুখ।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জীবদ্দশায় নানাবিধ মানবিকতার কর্মকা- তুলে ধরে দুস্থ নারীদের উদ্দেশ্য বক্তারা বলেন, আপনাদের আর্থিক স্বচ্ছলতা ফিরে আনতে আত্ননির্ভশীল হতে হবে। এই সেলাই মেশিন দিয়ে দৈনন্দিন রোজগার করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com