বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ গাইবান্ধা পৌরসভার নগর মাতৃসদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন সুন্দরগঞ্জ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন সাঘাটায় অবৈধ বালু উত্তোলন : প্রশাসনের অভিযানে ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা গোবিন্দগঞ্জে (অব.) সশস্ত্র বাহিনী ঐক্য পরিষদের মতবিনিময় ফুলছড়িতে কিন্ডারগার্টেনে সহপাঠীদের হাতে শিক্ষার্থী নিগ্রহের অভিযোগ ঘাঘট নদীতে শিক্ষিকার লাশ উদ্ধার সাদুল্লাপুরে বেগুন ক্ষেতে মোজাইক ভাইরাস: দুশ্চিন্তায় কৃষক কামারপাড়া কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস গাইবান্ধা সরকারি কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস

সাদুল্লাপুরে ফ্রেন্ডস শিবরাম আদর্শ বিদ্যাপীঠে ক্রীড়া উৎসব

সাদুল্লাপুরে ফ্রেন্ডস শিবরাম আদর্শ বিদ্যাপীঠে ক্রীড়া উৎসব

নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ জমজমাট আয়োজনে প্রতিবছরের ন্যায় সাদুল্লাপুরে অবস্থিত ফ্রেন্ডস শিবরাম আদর্শ বিদ্যাপীঠের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন অবস্থিত বিদ্যাপীঠের মাঠে আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়। এরআগে, বর্ণাঢ্য আয়োজনে গত বৃহস্পতিবার সকালে উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্রীড়া উৎসব শুরু হয়।
উদ্বোধনী দিনে প্লে থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন আকর্ষণীয় খেলায় অংশগ্রহণ করে। এছাড়া প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনে ক্লাস পার্টির মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সবশেষে বিজয়ী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিসহ শিক্ষকরা।
এর আগে, অধ্যক্ষ আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নুরুন্নবী বাদশা, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, রকিবুল হাসান রনি, কামরুল ইসলাম, জয়নাল মিয়া প্রমুখ।
সাদুল্লাপুরে পঞ্চম বর্ষে পদার্পণ করল জাগো২৪.নেট
সাদুল্লাপুর প্রতিনিধিঃ অনলাইন নিউজ পোর্টাল জাগো২৪.নেট এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সত্যের সন্ধানে শ্লোগান নিয়ে এ পোর্টালটি পঞ্চম বর্ষে পর্দাপণ করল। রোববার সকাল ১১ টায় জাগো২৪.নেট এর সাদুল্লাপুর অফিস কক্ষে এ উপলক্ষ্যে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সম্পাদক ও প্রকাশক খোরশেদ আলমের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ছোলায়মান সরকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সমকাল প্রতিনিধি শাহজাহান সোহেল, শিক্ষক মাহমুদুল হক মিলন, মোস্তাফিজার রহমান ফারুক, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ময়নুল ইসলাম, বার্তা সম্পাদক তোফায়েল হোসেন জাকির, বিজ্ঞাপন ম্যানেজার উজ্জ্বল আকন্দ, স্টাফ করেসপন্ডেন্ট শামীম সরদার, সিনিয়র সাংবাদিক আব্দুল কাফি প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com