রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

সাদুল্লাপুরে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

সাদুল্লাপুর প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলায় পুকুরে ডুবে নুর নাহার আকতার (১৩) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের খোর্দ্দ পাটানোছা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু নুর নাহার আকতার ওই গ্রামের নুরুন্নবী মিয়া ও মাজেদা বেগম দম্পতির মেয়ে। স্বজনরা জানায়, নুর নাহার আকতার একজন মানসিক প্রতিবন্ধী। সে গত মঙ্গলবার দুপুরের দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এর কিছুক্ষণ পর স্থানীয় লোকজন এ পুকুরে হাত দেখতে পায়। দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর নাহার আকতারকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য মোজাহিদুল ইসলাম বলেন, পুকুরের পানিতে পড়ে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। এ ধরনের ঘটনা খুবই হৃদয় বিদারক।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com