রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলায় নুরুন্নবী ইসলাম (২২) নামের এক কলেজছাত্র গোসলের প্রস্তুতি নিয়ে একটি কালভার্টে বসেছিলেন। এসময় ছিটকে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের খামার বাগচী (উত্তরপাড়া) গ্রামের এ ঘটনা ঘটে। নিহত নুরুন্নবী ইসলাম ওই গ্রামের মোরদুল ইসলাম খুশির ছেলে ও সাদুল্লাপুর সরকারি কলেজ থেকে সদ্য এইচএসসি শিক্ষার্থী।
স্বজনরা জানায়, নুরুন্নবী ইসলাম কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনার শিকার হন। তখন থেকে মৃগী রোগে ভুগছিলেন। এরই একপর্যায়ে গতকাল রোববার দুপুরের দিকে বাড়ির পাশে মকবুল মিস্ত্রির পুকুরে গোসল করতে যায়। এরপর সেখানে একটি কালভার্টের ওপরে বসেছিলেন। এসময় নুরুন্নবী ইসলাম মৃগী রোগে আক্রান্ত হয়ে ছিটকে পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর স্থানীয়া টের পেয়ে নুরুন্নবী ইসলামকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে কামারপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যা শিউলী আকতার বলেন, ওইস্থানে এক যুবক পানিতে ডুবে মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।