শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি : জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের চন্ডিপুর ও একবারপুর গ্রামের সহস্রাধিক মানুষ ৩ কিলোমিটার দূরে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় চারলেন মহাসড়ক পাড় ভোট দিতে গিয়ে সড়ক দুর্ঘটনাসহ নানা ধরণের ঝুঁকি ও দুর্ভোগে পড়তে হয় তাদের। এ থেকে পরিত্রাণ পেতে স্থানীয় চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপ-ভোটকেন্দ্র করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চন্ডিপুর ও একবারপুর গ্রামবাসী। গতকাল বিকেলে ইদিলপুর ইউনিয়নের চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন ওইসব ভুক্তভোগীরা। তাদের এই দাবিকে সংহতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ। এতে বক্তব্য রাখেন- গ্রামবাসীর পক্ষে মুছা আলী, জয়নাল মিয়া, আব্দুস ছাত্তার প্রমুখ।