সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে দেবর-ভাশুরের তান্ডপে ঘরছাড়া বিধবা ভাবি

সাদুল্লাপুরে দেবর-ভাশুরের তান্ডপে ঘরছাড়া বিধবা ভাবি

সাদুল্লাপুর প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলার শিমুলী বেওয়া (৪৪) নামের এক বিধবার ঘরের তালা ভেঙে লুটপাটের অভিযোগ ওঠেছে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এতে আসামি মোতালেব বেপারী (৬০) ও মহাসিন বেপারী (৪৫) গংরা ক্ষিপ্ত হয়ে রাস্তা বন্ধ করে ওই বিধবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরের দিকে সরেজমিনে উপজেলার রসুলপুর ইউনিয়নের বৈষ্ণবদাস গ্রামে গিয়ে দেখা গেছে, শিমুলী বেওয়ার বাড়ির রাস্তা বন্ধ করার চিত্র। এসময় ঝুলছিল তার ঘরে তালা। আর সন্তানকে নিয়ে ঘরছাড়া হয়ে বাবার বাড়িতে অবস্থান করতেও দেখা যায় এই বিধবাকে।
থানায় দায়ের করা অভিযোগপত্র সুত্রে জানা গেছে, বৈষ্ণবদাস গ্রামের মৃত জোব্বার বেপারীর স্ত্রী শিমুলী বেওয়া তার মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে ভাশুর মোতালেব বেপারী ও দেবর মহাসিন বেপারী গংরা শত্রুতা পোষণ করে আসছিলেন। এরই একপর্যায়ে গত ১৫ জুলাই শিমুলী বেওয়া বাড়ি না থাকার সুযোগে মহাসিন গংরা টিনসেড ঘরের দরজার তালা ভেঙে ১ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর পেয়ে শিমুলী বেওয়া ওই ভাশুর-দেবরদের কাছে লুটপাটের বিষয়ে জানতে চান। এসময় তারা উত্তেজিত হয়ে শিমুলীর ছোট মেয়েকে মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগি শিমুলী বেওয়া বলেন, আমার স্বামী মৃত্যুর পর থেকে উল্লিখিত অভিযুক্তরা নানাভাবে নির্যাতন করে চলেছে। এরই ধারাবাহিকতায় আমার বড় মেয়ের নতুন সংসার ভেঙে দিয়ে এবং লুটপাট করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে অভিযুক্ত মহাসিন ব্যাপারী বলেন, আমরা কোনো ধরণের লুটপাট করিনি। তবে শিমুলীর অশোভণীয় আচরণের কারণে তার রাস্তা বন্ধ করাসহ আঙ্গিনায় বেড়া দিয়েছি। সাদুল্লাপুর থানার এএসআই শফিকুল ইসলাম জানান, বিধবা শিমুলী বেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা স্থলে যাওয়া হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com