বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

সাদুল্লাপুরে দীর্ঘদিন ধরে স্ট্রিট লাইটগুলো অচল

সাদুল্লাপুরে দীর্ঘদিন ধরে স্ট্রিট লাইটগুলো অচল

নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলার জনগুরুত্বপূর্ন বিভিন্ন স্থানে জনস্বার্থে সরকারী অর্থায়নে স্থাপিত সৌর প্যানেল দ্বারা চালিত অধিকাংশ স্ট্রিট লাইটগুলো অকেজো অবস্থায় পড়ে থাকায় তা জনসাধারনের জন্য তেমন কোন কাজে আসছে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় অযত্নে আর দেখভালর অভাবে বিকল এসব স্ট্রিট লাইট দীর্ঘদিনেও কোন রকম মেরামত কিংবা সংস্কার না করা হয়নি। এমতবস্থায় বেশির ভাগ স্ট্রিট লাইট নষ্ট থাকায় ওই জায়গা গুলো আগের মতই ভূতুরে অবস্থা বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার ১১ ইউনিয়নে জন নিরাপত্তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে হাটবাজার স্কুল কলেজ, রেলস্টেশন, মাদ্রাসা, মসজিদ, মন্দির, সড়কসহ জনগুরুত্বপূর্ন স্থাপনা সমুহে রাতের আঁধারে সর্বসাধারনের নিরাপদে ও নির্বিঘ্নে চলাচলের জন্য এসব লাইট স্থাপন করা হয়।
কিন্তু কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব লাইট মেরামতের অভাবে বর্তমানে তা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবুও এনিয়ে সংশ্লিষ্টদের কোন মাথা ব্যথা নেই। উপজেলার বিভিন্ন ইউনিয়নের আকবর আলী মুন্সি, আঃ গনি, এছব মিয়া ও মোখলেছুর রহমানসহ অনেকেই জানান, এলাইটগুলোর আলোতে রাতের আঁধারে এলাকার মানুষজন বেশ স্বাচ্ছ্যেন্দে চলাচল করতে পারতো। কিন্তু কিছুদিন পরেই অনেক জায়গার লাইটগুলো খারাপ হওয়ায় মানুষজনের চলাচলে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com