বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

সাদুল্লাপুরে তীব্র শীতে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ

সাদুল্লাপুরে তীব্র শীতে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ

স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুর উপজেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। আকাশ ঢেকে আছে ঘন কুয়াশায়। সঙ্গে রয়েছে হাড় কাপানো ঠান্ডা বাতাস, যা এলাকার মানুষের জীবনে বাড়তি দুর্ভোগ বয়ে এনেছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভুগছেন নিম্নআয়ের মানুষ, ভূমিহীন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে এই দরিদ্র মানুষদের দিন কাটছে কষ্টে। বিশেষ করে বৃদ্ধ, শিশু এবং গর্ভবতী নারীরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্টের রোগী বেড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, পশ্চিমা হিম শীতল বাতাসের দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেকেই কাজে যেতে পারছেন না। বিশেষ করে দিনমজুরেরা রোজগার হারিয়ে দারুণ বিপাকে পড়েছেন। শীত নিবারণের জন্য অনেকে শুকনো কাঠ বা খড় জ্বালিয়ে গরম থাকার চেষ্টা করছেন। কিন্তু এই পদ্ধতিও সবার জন্য সহজলভ্য নয়।
এ বিষয়ে সাদুল্লাপুরের এক কৃষক বলেন, সকাল থেকে কুয়াশা এত বেশি থাকে যে মাঠে কাজ করতে পারি না। ঠান্ডার কারণে গরুও অসুস্থ হয়ে পড়ছে।
সরকারি ও বেসরকারি সংস্থা থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, আরও ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করা জরুরি।
এই পরিস্থিতিতে সাদুল্লাপুরের মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনতে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্যসেবা এবং খাদ্য সহায়তা নিশ্চিত করা এই মুহুর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com