বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

সাদুল্লাপুরে ট্রান্সফরমার খুলতে গিয়ে প্রাণ গেল চোরের

সাদুল্লাপুরে ট্রান্সফরমার খুলতে গিয়ে প্রাণ গেল চোরের

সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার একটি রাইচ মিলের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত (৪০) এক চোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর (উত্তরপাড়া) এলাকা থেকে একটি ট্রান্সফরমারসহ ওই চোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, গয়েশপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত ফেলান ব্যাপারীর ছেলে ইব্রাহীম ব্যাপারী প্রায় একযুগ আগে বৈদ্যুতিক সংযোগ নিয়ে রাইচ মিল পরিচালনা করে আসছেন। এরই মধ্যে গত বুধবার রাত সাড়ে ৩ টার দিকে একটি সংঘবদ্ধ চোরের দল একটি বৈদ্যুতিক খুটি থেকে দুইটি ট্রান্সফরমার খুলে নেয়। এসময় বিদ্যুৎস্পৃষ্টে এক চোর ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনা স্থল থেকে চোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com