সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় জুয়া খেলার বাধা দেওয়ায় সজিব সরকার (২৫) নামের এক যুবককে পিটিয়ে শারীরিক যখম করেছে। একইসঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে জুয়াড়ি দলের হামলাকারীরা। বর্তমানে যখমি যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে এই যুবক। এ ঘটনায় গতকাল সোমবার সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগি সজিব সরকার। এর আগে গত রোববার বিকেলের দিকে উপজেলার বকশীগঞ্জ বাজারে হামলার শিকার হয়েছে সজিব সরকার। তিনি ওই উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গঙ্গানারায়নপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
এই অভিযোগে উল্লেখ করা হয়- গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১০ টার দিকে খোর্দ্দ আমডহর গ্রামের রেজাউল মিয়া, আশরাফুল মিয়া, মিজু মিয়া, আব্দুল করিম, আব্দুর রহিম, সাগর মিয়া, হেলাল মিয়াসহ আরও অনেকে বকশীগঞ্জ আমতলী এলাকার এক জমিতে বসে মোবাইল ফোনে জুয়া খেলছিলেন। এসময় সজিব সরকার এই খেলা থেকে বিরত থাকার বাধা দেন। এতে জুয়াড়িরা ক্ষুব্ধ হয়ে তর্কে জড়িয়ে পড়েন। এরই জেরে গত রোববার বিকেলের দিকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ বাজারে পৌঁছিলে পুর্বপরিকল্পিতভাবে সজিবকে আক্রমণ করেন। একপর্যায়ে ওই হামলাকারীরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে সজিবকে হত্যার লক্ষে বেধরক পিটাতে থাকেন এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এরই মধ্যে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা সজিবের মোটর সাইকেলটি নিয়ে সটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সজিব সরকারকে রোববারে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বজনরা।