মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দর থেকে আব্দুল জলিল প্রধান (৫০) নামের এক মোটর শ্রমিক নেতাকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে যখম করছে সংঘবদ্ধ দল। চাঁদা দিতে অপরাগতায় এ ঘটনা ঘটিয়েছে বলে জলিল প্রধানের অভিযোগ। এ বিষয়ে গতকাল বুধবার সাদুল্লাপুর থানায় এজাহার দাখিলের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী জলিল ও তার স্বজনরা। এর আগে গত মঙ্গলবার দুপুরে ধাপেরহাটের হাসানপাড়ার ফাইভস্টার মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে। আব্দুল জলিল প্রধান ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী গোবিন্দপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে ও ধাপেরহাট বন্দরের বাসিন্দা এবং ধাপেরহাট পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি।
ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, সম্প্রতি জলিল প্রধান তার জমি বিক্রির জন্য গ্রহীতার কাছ থেকে বায়না বাবদ টাকা গ্রহণ করেন। এরই মধ্যে মওয়াগাড়ী গ্রামের রতন মিয়া ও গোবিন্দপুর গ্রামের সুজন মিয়াসহ আরও ১৫-২০ জনের সংঘব্ধ একটি দল জলিল প্রধানের কাছে চাঁদা দাবি করেন। এই টাকা দিতে অস্বীকার করার একপর্যায়ে গত মঙ্গলবার দুপুরের ধাপেরহাটের হাসানপাড়ার ফাইভস্টার মোড় নামকস্থানে দলটি জলিলকে আক্রমণ করেন। এরপর বেধরক মারপিট করে তার কাছে থাকা ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।