বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার সাইফুল্লাহ মিয়া নামের এক কৃষকের ঘরে দুই মাথা ও আট পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে গাভি। অদ্ভুত আকৃতির এই বাছুর জন্মের খবরে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত ১৫ জুলাই সকালের দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কিশামত বড়বাড়ি গ্রামের মৃত আবুল কালাম মিয়ার ছেলে সাইফুল্লাহ মিয়া বিদেশি জাতের গাভি পালন করেন। এ গাভীটির গত সোমবার সকালে বাছুর প্রসবের কথা। এ কারণে গ্রাম্য ভেটেরিনারি চিকিৎসককে খবর দেওয়া হয়। এতে দীর্ঘ সময় চেষ্টার পর নরমাল ডেলিভারি হয়েছে। তখন গাভিটির বাছুরের দুই মাথা ও আট পা দেখা যায়। আজব এই ঘটনাটি দেখতে উৎসুক মানুষের ঢল নামে সেখানে।
গরুর মালিক সাইফুল্লাহ মিয়া জানান, গাভীর গর্ভের বাচ্চা নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। প্রকৃতির খেয়ালে অস্বাভাবিক আকৃতির বাছুর জন্মে তার মৃত্যু হয়েছে। এটি খুবই বেদনাদায়ক।
এ বিষয়ে গ্রাম্য ভেটেরিনারি চিকিৎসক নুরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে সাইফুল্লাহ মিয়ার গৃহপালিত গাভীটি দেখা হয়। এরপর আপ্রাণ চেষ্টার দেড় ঘণ্টা পর নরমল ডেলিভারি করা হয়। তখন বাছুরটির দুই মাথা ও আট পা দেখা যায়। প্রসবের কিছুক্ষণ পর বাছুরটি মারা গেছে। তবে সুস্থ রয়েছে গাভীটি। অনেক ক্ষেত্রে জেনিটিক ত্রুটির কারণে অদ্ভুত আকৃতির বাছুর প্রসব করতে পারে গাভি।