মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

সাদুল্লাপুরে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সাদুল্লাপুরে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সাদুল্লাপুর প্রতিনিধি ঃ সাদুল্লাপুরে মাদকবিরোধী অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৩ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চন্দ্রখানা গ্রামের বুলবুল হোসেনের ছেলে শাকিল আহমেদ (১৯) এবং মোসলেম উদ্দিনের ছেলে নাহিদ হাসান (২০)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোস্তফা জিমান বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা করেছেন। এজাহারে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি রেইডিং টিম আল-আমিন নামের একটি বাসে তল্লাশি চালায়। এসময় বাসের ভেতর থেকে দুইজন টিকিটবিহীন যাত্রীর দেহ তল্লাশিতে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মোস্তফা জিমান। সহকারী উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমানসহ সাতজন কনস্টেবল অভিযানে অংশ নেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা পরস্পর বন্ধু এবং বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা বহন করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণি ১৯ (ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় তদন্ত করছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com