মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি: কৃষিভাণ্ডার সাদুল্লাপুর ও পলাশবাড়ীর প্রান্তিক কৃষকদের ফসল উৎপাদনে ২ কোটি ৫৩ লাখ ৪৭ হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা কর্তৃক ৩৩৩ জন কৃষক ও কৃষাণীর মাঝে এই বিনিয়োগ বিতরণ করে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সাদুল্লাপুরের ধাপেরহাটসহ বিভিন্ন পয়েন্টে আনুষ্ঠানিকভাবে চেকের মাধ্যমে সুবিধাভোগীদের এই বিনিয়োগ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি এআইবি পিএলসির প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সিএমএ ডিভিশন-২ এর একেএম আমজাদ হোসেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক এএসএম রবিউল ইসলাম।
আরও বক্তব্য দেন- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ধাপেরহাট এজেন্ট ব্যাংকিংয়ের মালিক আব্দুল মান্নাফ, সাংবাদিক আমিনুল ইসলাম, কৃষকের পক্ষে মিতু আক্তারসহ অনেকে। অনুষ্ঠান শেষে হলুদ ও আদা চাষের জন্য স্বল্প মুনাফায় কৃষি ঋণের চেক তুলে দেওয়া হয়।