মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ গতকাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে সাদুল্লাপুর উপজেলা পরিষদের হলরুমে এইচ পি ভি ভ্যাকসিনেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন প্রমুখ।
এ-সময় জানানো হয় যে,উপজেলায় আগামী ২৪ অক্টোবর ১০ থেকে ১৪ বছরের ৫ম-৯ম শ্রেণীতে অধ্যায়নরত সকল কিশোরীদের জরায়ুর ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা হবে। উক্ত কর্মসূচিতে সকল বিদ্যালয়ের কিশোরীদের জন্ম নিবন্ধনের ১৭ ডিজিজ এর নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে এবং অনলাইনে আবেদনের কপি ডাউনলোড করে শিক্ষার্থীদের হাতে দিতে হবে।