বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় ৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ রাসেল মিয়া (৩২) নামের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গতকাল বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বসতবাড়ি থেকে ওইসব ইয়াবাসহ রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া রাসেল মিয়া গোবিন্দপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক মামুনুর রশিদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় রাসেল মিয়ার বসতবাড়ি থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।